কাউন্সেলিং সবার জন্য

একবার শায়খ ড. মানজুরে ইলাহী একটি লেকচারে দু:খ প্রকাশ করে বলেছিলেন, “পৃথিবীতে অনেক রকম ট্রেনিং আছে। সবাই কোনো কাজ শুরু করার আগে সেই ট্রেনিংগুলো গ্রহণ করে। কিন্তু পরিবার এবং পারিবারিক সম্পর্ক বিষয়ে কেউ কোনো ট্রেনিং নেয় না, এ সম্পর্কে কেউ কোনো বই পড়ে না। অথচ সংসার শুরু করার আগে সবার উচিত এ বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা। কারন একটি মানুষের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ জিনিসই হলো তার পরিবার।”


পরিবার নিয়ে পড়াশোনা না করেই সংসার শুরু করে দেওয়াতে এবং সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই পারিবারিক জীবনে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের সংসার ভেঙ্গে যাচ্ছে। তাই যারা চাচ্ছেন অভিজ্ঞ কারও সাথে সরাসরি বসে এ বিষয়ে পরামর্শ নিতে, সেসব ভাই-বোনদের জন্য আমরা আয়োজন করেছি ‘তাইবাহ কাউনসেলিং’ প্রোগ্রাম। যেখানে কাউনসিলর হিসেবে থাকবেন ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। তিনি সরাসরি সমস্যাগ্রস্থ ব্যক্তি/ব্যক্তিবর্গের সাথে কথা বলবেন এবং সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।


এই কাউনসেলিং সার্ভিসটিতে আপনাদের দেয়া তথ্য-উপাত্ত সর্বোচ্চ আমানতের সাথে সংরক্ষণ করা হবে ইনশা আল্লাহ।

yousuf
কাউন্সেলর
kaikobad

কায়কোবাদ মাহমুদ - বাংলা । ENGLISH

একাডেমিক অথবা সোশ্যাল কোয়ালিফিকেশন


noman2

Sheikh Islam Mossad - ENGLISH

একাডেমিক অথবা সোশ্যাল কোয়ালিফিকেশন


yousuf

Sheikh Ahmad Abdul Khalaq - ARABIC

একাডেমিক অথবা সোশ্যাল কোয়ালিফিকেশন

সময়

কাউনসেলিং এর ৩০ মিনিট এবং ১ ঘন্টার দুইটি স্লট আছে। আপনাদের সুবিধা অনুযায়ী স্লট বেছে নিবেন।

ধরণ

এটি একটি পেইড প্রোগ্রাম। যা থেকে অর্জিত অর্থের অর্ধেক ইসলামি জ্ঞানের প্রচারের জন্য ব্যয় করা হবে।

এপয়েন্টমেন্ট বুকিং

কমপক্ষে ৪৮ ঘন্টা পূর্বে এপয়েন্টমেন্ট বুকিং দিতে হবে। এপয়েন্টমেন্টের জন্য নিচের প্রসেসটি ফলো করুন :


  1. প্রথমে নিম্নোক্ত যেকোন একটি পেমেন্ট পেইজে গিয়ে Taibah Counselling 1/2 hour slot অথবা Taibah Counselling 1 hour slot সিলেক্ট করে পেমেন্ট করতে হবে।
  2. বিকাশ/রকেট এর মাধ্যমে পেমেন্টের জন্যঃ https://taibahacademy.com/manual-payment
  3. কার্ড/ব্যাংক এর মাধ্যমে পেমেন্টের জন্যঃ https://payment.taibahacademy.com
  4. পেমেন্ট কনফার্ম হলে একটি কনফার্মেশন ইমেইল পাবেন।
  5. তারপর নিচের ‘Book Appointment Now’ বাটনে ক্লিক করে তারিখ এবং সময় সিলেক্ট করে ফর্মটি যথাযথভাবেপ পূরণ করে সাবমিট করুন।
  6. ১ ঘন্টার সিডিউলের জন্য ফর্মটি দুইবার সাবমিট করুন।
  7. আমরা পরবর্তী ইমেইলে আপনার এপয়েন্টমেন্টটি কনফার্ম করব।
এপয়েন্টমেন্ট বুকিং

সেশন চলাকালীন নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে :


  1. কাউন্সলিং সেশনে অংশগ্রহণ করার পর অতিরিক্ত সময় নেয়া যাবেনা। কেননা একটি সেশনের পর আরেকটি সেশন থাকে। আপনি অতিরিক্ত সময় নিলে, আপনার পরে যিনি আছেন, তিনি ক্ষতিগ্রস্থ হতে পারেন।
  2. কাউন্সেলিং সেশনের ভিডিও বা অডিও কোনটাই রেকর্ড করে রাখা যাবেনা। একান্ত প্রয়োজন হলে সেশন চলাকালীন ড. মোহাম্মদ মনজুরে ইলাহী স্যারের কাছে অনুমতি চেয়ে নিতে হবে।

You are using free Courses.

Please, purchase full version of the template to get all pages,
features and commercial license.